জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মধ্যরাত সাড়ে ১২টার পর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনা পুনরায় শুরু হয়। প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট গণনা করা হয়।
মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয়ে বেলা তিনট পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের পরও কিছু কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায় এবং তারাও ভোট দিয়েছেন। নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটার ১৬,৬৬৫ জন।
সব কেন্দ্রের ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটরিয়ামের নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। গণনা শুরুর কিছুক্ষণ পর দুটি মেশিনে ভিন্ন ফলাফল পাওয়ায় এটি সাময়িকভাবে বন্ধ করা হয়। নির্বাচন কমিশনাররা জানান, সমস্যার সমাধান করে গণনা পুনরায় শুরু করা হয়েছে।
নির্বাচনে ৩৪টি পদে ১৯০ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জন। চারটি প্যানেল অংশ নিয়েছে: ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ‘অদম্য জবিয়ান ঐক্য’, ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন লড়ছেন।